জুড়ীতে শতাধিক ইয়াবাসহ ৩জন আটক
প্রকাশিত হয়েছে : ৫:২৯:০০,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
আটকৃতরা হচ্ছেন,জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মখলিছ মিয়া (৪২) , মৃত মহরম আলীর ছেলে নিমার আলী (২২) ও বেলাগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে ইব্রাহিম আলী (২৫)।
জানা যায়, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার-এর ইন্সপেক্টর এমদাদুর রহমান, সহকারী পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল সাদেক কাওছার দস্তগীরসহ জুড়ী থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স উপজেলার ফুলতলা বাজার এলাকিায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কোনাগাঁও গ্রামের মৃত মনসুর আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মখলিছ মিয়া (৪২) ও মৃত মহরম আলীর ছেলে নিমার আলীকে (২২) আটক করা হয়। মখলিছের দেয়া তথ্যমতে তার বাড়ীতে তল্লাশী করে ৯৪পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে পুলিশের পৃথক অভিযানে ১০পিছ ইয়াবাসহ ইব্রাহিম আলী (২৫) নামে একজনকে আটক করা হয়। সে উপজেলার বেলাগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মখলিছের বিরুদ্ধে মাদক আইনে অসংখ্য মামলা রয়েছে। এ বিষয়ে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।