বড়লেখায় ১৮ লিটার মদ ও ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:০৪:০১,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ১৮লিটার দেশীয় চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্র পুলিশ। বুধবার(০২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কবির উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের সিদেক আলীর ছেলে। সে মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। সে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়ে থেকে এলাকায় মদ ও ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলো। বুধবার(০২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইন-চার্জ ( পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাহবাজপুর ইউপির আতুয়া এলাকায় অভিযান চালায়। আতুয়া দারোগা বাড়ী এলাকার সামনের রাস্তা থেকে ১৮লিটার দেশীয় চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কবিরকে গ্রেফতার করা হয় ।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রে কর্তব্যরত পুলিশ অফিসার এসআই রতন কুমার হালদার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাকে (কবিরকে) আদালতে সোপর্দ করা হবে।