সিলেটে উপ-নথি গায়েব হওয়া সেই হাজতির জামিন হলো বড়লেখা কোর্টে
প্রকাশিত হয়েছে : ৮:২৭:৪৪,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯
জানা গেছে, বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জি.আর-১৫৯/১০(বড়লেখা) মামলার পলাতক আসামী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্টীপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়াকে গত ২২ জুলাই ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। পরদিন সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে কাউছার আহমদের আদালতে পুলিশ তাকে সোপর্দ করে। আদালত আসামী লিটন মিয়াকে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করেন। কিন্তু গ্রেফতার সংক্রান্ত উপ-নথি ২ মাস ১০ দিনেও বড়লেখা কোর্টে না পৌঁছায় আসামীর স্ত্রী রেশমা বেগম হাজতি স্বামীর জামিন শুনানি করতে পারেননি। এতে তিনি বিভিন্ন কোর্টে ধরনা দিয়ে মারাত্মক হয়রানীর শিকার হন। ভুক্তভোগী হতদরিদ্র রেশমা বেগম তার হাজতি স্বামীর গ্রেফতার সংক্রান্ত উপ-নথি গায়েবের ঘটনায় জড়িতদের বিচার দাবী করেছেন।
বড়লেখা সি. জু. আদালতের সিএসআই মজিবুর রহমান জানান, হাজিত আসামী লিটন মিয়ার গ্রেফতার সংক্রান্ত উপ-নথি ২ মাস ১০ দিনেও না পৌঁছায় আসামী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সিডব্লিউ জারি করে মৌলভীবাজার জেলখানা থেকে আসামীকে এ আদালতে হাজির করেন। বিজ্ঞ আদালত স্ব-প্রণোদিত হয়ে ন্যায় বিচারের স্বার্থে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ই-মেইলে উপ-নথি সংগ্রহ করে মঙ্গলবার আসামী লিটন মিয়াকে জামিন দিয়েছেন।