বড়লেখায় ৩৫৭ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:০৮:৩৩,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় চোলাই মদ তৈরির কারখানার সন্ধানসহ এর সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৩৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া যায়।
এ ঘটনায় আটককৃতরা হচ্ছেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল এলাকার মৃত কালিচরণ সাওয়ের ছেলে রবি সাও (৪৫) ও তার স্ত্রী নির্মলা সাও।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত নয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল এলাকার কাটাজঙ্গল চা-বাগান এলাকায় অভিযান চালান। এসময় তারা রবি সাওয়ের বসতঘরে তল্লাশী চালিয়ে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পান।কারখানায় থেকে মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৩৭৫ লিটার মদ জব্দ করা হয়। জব্দ করা এসব সরঞ্জাম ও মদের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘রবি সাও ও তার স্ত্রী নির্মলা সাও মিলে কারখানাটিতে দীর্ঘদিন ধরে মদ তৈরি করে আসছিলেন। শনিবার রাতে অভিযান চালিয়ে ৩৭৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া রবির বিরুদ্ধে থানায় আরও মাদক মামলা আছে। সে জেলও খেটেছে। জেল থেকে বেরিয়ে আবারও মদ তৈরিতে জড়িয়ে পড়েছে।