প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বড়লেখায় ছাত্রলীগের দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ
প্রকাশিত হয়েছে : ৫:০৩:২৭,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক,বড়লেখা :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বড়লেখা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। আজ শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমেদ হামিদুর রহমান শিপলু, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য ছালেহ আহমদ জুয়েল। জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবির, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ আহমদ, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, অর্থসম্পাদক ফয়সল আহমদ, উপজেলা ছাত্রলীগের সদস্য বিকাশ সিং পংকজ, পৌর ছাত্রলীগের সভাপতি সিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, বড়লেখা সরকারি কলেজ সভাপতি ইমরান হোসেন, সহসভাপতি শাওন আহমদ, সামাদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক মান্নান আহমেদ, বর্ণী ইউনিয়ন সাধারণ সম্পাদক, নাজমুল ইসলাম আকাশ, তালিমপুর ইউনিয়ন সভাপতি ইমরান হোসেন পলাশ, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সুজানগর ইউনিয়ন আহবায়ক রোপক দাস বুলন, দাসের বাজার ইউনিয়ন যুগ্ম আহবায়ক বিমান কান্ত দাস, এবাদুর চৌধুরী টেকনিক্যাল বি এম কলেজ আহবায়ক মামুনুর রশীদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জুনেদুর রহমান, শাফি উস সামাদ জুয়েল, আব্বাস উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুর রাজ্জাক।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা ছাত্রলীগের তত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩টি ফলজ বনজ গাছের চারা বৃক্ষরোপণ করা হয়। এসময় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন, প্রভাষক এমএ হাসান, সদর ইউপি যুবলীগের সভাপতি জালাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।