বড়লেখার উত্তর শাহবাজপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০:৪০:২৭,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (২৩৬৮) এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন, নবাগত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর শাহবাজপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুস শহিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আকিব আলী, জেলা দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ছাইফুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাইজ উদ্দিন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম জুবের আহমদ প্রমুখ ছাড়াও অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক বড়লেখা উপজেলা শাখা, উত্তর শাহবাজপুর ,দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন শাখাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় হারুনুর রশিদকে সভাপতি ও মো. কামাল হোসেন জসিম কে সাধারণ সম্পাদক করে উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা ও তাদের মধ্যে পরিচয় পত্র বিতরণ করেন জেলা, উপজেলা নেতৃবৃন্দ। সভা শেষে জেলা ও উপজেলার নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ ফিতা কেটে ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করেন।