বড়লেখায় পাথারিয়া চা কারখানার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৪:০৯:১১,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০১৯
এখান থেকে দেশের বেস্ট কোয়ালিটির চা তৈরী হবে -টি বোর্ড চেয়ারম্যান মেজর জে. জাহাঙ্গীর
আব্দুর রব, বড়লেখা :: বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি বলেছেন, অত্যাধুনিক মেশিনারিজের মাধ্যমে চা উৎপাদনের জন্য সরকার পাথারিয়া চা বাগানে আধুনিক চা কারখানা নির্মাণ করেছে। এ আধুনিক চা কারখানাটি দেশের সেরা চা উৎপাদন করতে সক্ষম হবে। এজন্য তিনি চা বাগানের কর্মকর্তা-কর্মচারী ও কারখানায় চা উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। যাতে এ বাগানের চা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করতে পারে।
তিনি শুক্রবার দুপুরে বড়লেখায় পাথারিয়া আধুনিক চা কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপস্থিত চা বাগানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। পরে টি বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি চা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চায়ের গুনগত মানের ব্যাপারে নানা দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় টি বোর্ডের সচিব কুলদেব চাকমা, বিটিআরআই (শ্রীমঙ্গল) পরিচালক ড. মো. আলী, পিডিইউ পরিচালক ড. রফিকুল হক, নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মো. আলী খান, পাথারিয়া চা বাগানের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শাহীদ নেওয়াজ, সাংবাদিক আব্দুর রব, স্থানীয় প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক পৃথ্বিশ রঞ্জন পাল শ্যামল প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৪ সালে সরকার মালিকানাধীন পাথারিয়া চা বাগানে অধ্যাধুনিক চা কারখানা নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ওই বছরের ৩১ জুলাই চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান এ ফ্যাক্টরী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়নের কাজ পায় মেসার্স এস মাহমুদ ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে নির্মাণ কাজ সম্পন্নে দীর্ঘসুত্রিতার সৃষ্টি হয়। অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর চলিত বছরের জুনে এ চা কারখানার নির্মাণ কাজ, মেশিনারিজ স্থাপন সম্পন্ন হয়। ২৭ জুলাই থেকে পরীক্ষা মুলকভাবে এখানে চা উৎপাদন শুরু হয়।
পাথারিয়া চা বাগান ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শাহীদ নেওয়াজ জানান, এ কারখানায় প্রাথমিকভাবে প্রতিদিন ২ হাজার কেজি চা উৎপাদন করা হচ্ছে। পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে।