বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১০:৩২:২৮,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯
তারেক মাহমুদ :: ভালো ফলাফল ও সফল মানুষ হতে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা যোগানোর লক্ষ্যে বড়লেখা উপজেলার অন্যতম বিদ্যাপীঠ শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজে শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা তবারক হোসেইন।
তবারক হোসেইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ‘জীবনে যারা সফল হয়েছেন; কেউ তাদের সফল বানিয়ে দেয়নি। সংগ্রাম করে জীবন যুদ্ধে তারা জয়ী হয়েছেন। প্রত্যেকটি সফল মানুষ তাদের স্বপ্নের পেছনে কঠোর শ্রম দিয়ে এই সফলতা পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘ভালো ফলাফল এবং সফল মানুষ হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে হবে। মনস্থির করতে হবে। ভয়কে জয় করতে হবে। স্বপ্নটাকে একটু একটু করে বাস্তবে রূপ দেওয়ার কাজ চালিয়ে যেতে হবে। স্বপ্নটাকে নিয়ে অঙ্গীকার থাকতে হবে। সেটা পূরণের প্রতিশ্রুতি নিজেকেই দিতে হবে। তবেই স্বপ্ন পূরণ হবে।’
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। শিক্ষার্থীদের আচরণে বিনয়ী এবং পড়ালেখায় পরিশ্রমী ও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে এরকম উদ্বুদ্ধকরণসভাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. আব্দুল বাছিত, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাদেক, জ্যেষ্ঠ শিক্ষক নুরুল ইসলাম, আতিকুল ইসলাম, ফারুক উদ্দিন প্রমুখ ।