বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ৮:২২:৫০,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯
জানা গেছে, সোনালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২০১২ সালে ৫ লাখ টাকা এসএমই ঋণ গ্রহণ করেন পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুছ ছালামের ছেলে ‘জুনেল এন্টারপ্রাইজ এন্ড মাল্টি মিডিয়া’র স্বত্তাধিকারী খায়রুল ইসলাম। দীর্ঘদিন যাবত তিনি এ ঋণ পরিশোধ না করায় সিলেট অর্থঋণ আদালতের এ সংক্রান্ত মামলায় (১৭৪/২০১৭) তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়। মঙ্গলবার উত্তর চৌমুহনী এলাকা থেকে এএসআই তরুণ মজুমদার এ গ্রেফতারী পরোয়ানা মুলে খায়রুল ইসলামকে গ্রেফতার করেন। এদিকে বড়লেখা থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার ৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খায়রুল ইসলামকে ফকিরবাজার এলাকা থেকে গ্রেফতার করেন থানার এএসআই রাশেদুল ইসলাম রাশেদ। খায়রুল উপজেলার বর্নিচক গ্রামের হারিছ আলীর ছেলে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক অর্থঋণ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।