বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ জুয়াড়িকে কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২:৩৩:৩৮,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে দুই জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের নূর উদ্দিন (৬৫) ও দিপু দাসকে(৩৫) ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন । এর আগে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে তাদেরকে আটক করে । আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. শামীম আল ইমরান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান এলাকার লব দাসের বাড়িতে নিয়মিত জুয়া খেলার আসর বসে। বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে এখানে জুয়ার আসরে যোগ দেয়। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেলে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক লব দাস পালিয়ে গেলেও নূর উদ্দিন ও দিপু দাসকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৫’শ টাকাও উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।