জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বড়লেখা থানার এএসআই রাশেদুল হক
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:১২,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৯
বড়লেখা :: গ্রেফতারি পরোয়ানা তামিলের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার মো. রাশেদুল হক রাশেদ।
জানা গেছে, চলতি বছরে আগস্ট মাসে তিনটি সাজা ও তিনটি গ্রেফতারি পরোয়ানাসহ ৬টি তামিল এবং বিগত কয়েক মাসে একাধিক গ্রেফতারি পরোয়ানা তামিলের স্বীকৃতি হিসেবে মো. রাশেদুল হক রাশেদকে জেলার শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত করা হয়। এছাড়া সভায় গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য বড়লেখা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাহিনুর রহমানকেও পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনের মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এই ঘোষণা দেন। পরে তাঁর হাতে সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেওয়া হয়।
সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রাশেদুল হক রাশেদ বলেন, ‘কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এজন্য আমি পুলিশ সুপার স্যার ও থানার অফিসার ইনচার্জ স্যারসহ সবার কাছে চির-কৃতজ্ঞ।’