বড়লেখায় ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭:২৪:১৪,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখায় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনস্কেল নির্ধারণসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, উপজেলা শিক্ষক নেতা অজিত কান্ত দাস, প্রধান শিক্ষক আব্দুল করিম, সাবেক সভাপতি প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত, রনজিৎ কুমার দাস, আব্দুস শাকুর খান, নুরুল হক, খুশি রানী দাস, মনির উদ্দিন, সুজিত দাস প্রমূখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার অনুযায়ী অনেক আগেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে বেতনস্কেল নির্ধারণের অনুমোদন দিয়েছেন। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব এ ফাইলটি আটকে দিয়েছেন। অনতি বিলম্বে এ দাবী বাস্তবায়ন না করলে প্রাথমিক শিক্ষক সমিতি আরো কঠিন কর্মসুচি পালন করতে বাধ্য হবে।