বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযান : ডায়াগনস্টিক সেন্টারসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৭:৪১:১৫,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯
জ্যেষ্ঠ প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার(১৮ সেপ্টম্বের) তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর আফছার আলী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নানা অনিয়মের দায়ে বড়লেখা পৌরশহরের দক্ষিণ বাজারের সানি ফার্মেসীকে ৭ হাজার টাকা, হাসপাতাল রোডের নিউ পপুলাল ডিজিটাল এন্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা ও থানা মসজিদ মার্কেটের শাওন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মেয়াদুত্তীর্ণ ঔষধ ও খাদ্যদ্রব্য বিক্রয়সহ নানা অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের উপর জরিমানা আরোপ এবং পরে তা আদায় করেন।