বড়লেখায় চুরি হওয়া দু’টি মুঠোফোন উদ্ধার করলো পুলিশ
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৪৭,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখায় চুরি যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুরের পূর্ব দৌলতপুর গ্রাম থেকে মুঠোফোন দুটি উদ্ধার করা হয়। পরে তা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানা গেছে, রোববার দুপুরের দিকে শাহবাজপুর বাজারের ব্যবসায়ী সফর উদ্দিনে দোকান থেকে স্যামসাংয়ের একটি স্মার্ট ফোন এবং নোকিয়ার একটি ফিচার ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি রাতেই শাহবাজপুর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়েই মুঠোফোন উদ্ধারে অভিযানে নামেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার হাওলাদার। পরে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে মুঠোফোন দুটি উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক রতন কুমার হাওলাদার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পূর্ব দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোনটি দুটি উদ্ধার করা হয়েছে। ফোন দুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল চোরকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’