সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনালে দক্ষিণভাগ ইউনিয়নকে হারিয়ে বড়লেখা পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার দুপুরে পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়। এতে দক্ষিণভাগ ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে বড়লেখা পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌরসভার সাবেক কাউন্সিলর কায়ছার পারভেজ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন