বড়লেখায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৪৮,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯
জ্যেষ্ঠ প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফকে সংবর্ধনা দেয়া হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন উপলক্ষে বড়লেখা থানা পুলিশ শনিবার রাতে এ সংবর্ধনার আয়োজন করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীমের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ ও তপন কুমার দাস, থানার উপ-পরিদর্শক মিন্টু চৌধুরী, সহকারি উপ-পরিদর্শক কামাল উদ্দিন, সাইফুল ইসলাম।
এসময় এ.জে লাভলু, থানার উপ-পরিদর্শক শরীফ উদ্দিন, কৃষ্ণ মোহন দেবনাথ, সুব্রত কুমার দাস, ইয়াকুব হোসেন, রকিব মুহাম্মদ, রশীদ উদ্দিন, আখতারুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক তরুণ মজুমদার, জাহিনুর রহমান, রাশেদুল হক, জাহাঙ্গীর আলম, পিযুষ কান্তি দাস, আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।