বড়লেখায় কাজী ফয়েজ উদ্দিন স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১:০৮:০৮,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার সদ্য প্রয়াত কাজী ফয়েজ উদ্দিন স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসার উদ্যোগে মাদরাসার সভাকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে স্মরণ সভায় মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্তে এবং প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসাঈন ও সহকারী শিক্ষক হোসাঈন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নসিব আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদরাসার ইউরোপ প্রতিনিধি সাহিত্যিক মাওলানা সোহাইল আহমদ সুহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাব্বির আহমদ, মাদরাসার ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান সমছ, গভর্নিং বডির সদস্য হাফিজ আনোয়ার আলী, হারিছ আলী, গালফ প্রতিনিধি আসহাব আহমদ জুয়েল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, মাওলানা কামারুল হাসান, সাংবাদিক সুলতান আহমদ খলিল।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ ছাইফুল ইসলাম, মরহুম কাজী ফয়েজ উদ্দীনের ভাই ছফির উদ্দীন ও ছয়েফ উদ্দীন, ইউপি সদস্য জনাব ফরমান আহমদ, তরুণ সমাজ সেবক তাহমিদ ইশাদ রিপন, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাষ্টার সরফ উদ্দীন ও আব্দুল ওয়াদুদ সালমান। সহকারী শিক্ষক আবুল কালাম, আব্দুল হালিম, হাফিজ সাইফুল ইসলাম, মাসুম আহমদ, আব্দুস সাত্তার, কবির আহমদ, লোকমান হোসাঈন, জাহেদুর রহমান, মোঃ আব্দুল্লাহ, জামিল আহমদ, আব্দুল হালিম, সাইফুর রহমান, রফি উদ্দীন, হাফিজ কামরুল ইসলাম, হাফিজ হাসান জামিল, হাফিজ শাহিন আহমদ, অলিদ আহমদ, হানিফ আহমদ, শিফা খানম, রুনা বেগম, তানিয়া রহমান, নাহিদা আক্তার, শাবনাজ পারভীন, শামিমা আক্তার প্রমূখ।
পরে মরহুম মাওলানা কাজী ফয়েজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।