বড়লেখায় সহকারী কমিশনার শরীফ উদ্দিনকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩৯,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯
জ্যেষ্ঠ সংবাদদাতা :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। ‘প্রাইম মিনিস্টার ফেলোশিপ’ অ্যাওয়ার্ড পেয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত আটটায় বড়লেখা মিডিয়া সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্তের সভাপতিত্বে ও সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
সভায় সংবর্ধিত অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আমাদের সময়ের ডেপুটি হেড অব নিউজ শাহজাহান কমর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব ও ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।
এসময় জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দে, সাংবাদিক রুয়েল কামাল, সুলতান আহমদ খলিল ও এজে লাভলু, ইউটিউবার তাওহিদ সারোয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।