বড়লেখায় বাল্যবিয়ে বন্ধ করলো পুলিশ : কনের মায়ের মুচলেকা আদায়
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:৩১,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯
বিশেষ প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় অস্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার বাদ জুম্মা গোপনে বিয়ের প্রস্তুতি নেয়া হয়েছিল। এর আগেই থানার ওসির নির্দেশে এসআই শরীফ উদ্দিন কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়েটি পন্ড করে দিয়েছেন।
জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের সোনাতুলা গ্রামের কাতার প্রবাসীর মেয়ে স্থানীয় সোনাতুলা হাইস্কুলের অস্টম শ্রেণীর ছাত্রীর (১৫) সাথে তালিমপুর ইউপির হাল্লা গ্রামের আব্দুল খালিকের ছেলে নাছিম আহমদের (২২) বিয়ে ঠিক হয়। শুক্রবার বাদ জুম্মা গোপনে বাল্যবিয়ের প্রস্তুতির খবর পেয়ে থানার এসআই শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কনের বাড়িতে হাজির হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এসময় স্থানীয় ইউপি মেম্বার উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর নাছিম আর কনের বাড়িতেই পৌঁছেনি।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, বাল্যবিয়ের খবর পেয়েই তিনি কনের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেন। পরে বর আর কনের বাড়িতে পৌঁছেনি। ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দিতে মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।