বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৩৩,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১১টায় বড়লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
জানা গেছে, ক্রিড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় বড়লেখা উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১১টি দল এ অংশগ্রহণ করছে ।
উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কাওছার পারভেজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা: প্রণয় কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, শিক্ষক ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান চুন্নু প্রমুখ।
উদ্বোধনী খেলায় বড়লেখা সদর ইউপি ও দক্ষিণ শাহবাজপুর ইউপি দল পরস্পরের মোকাবিলা করে।