বড়লেখায় আখড়া থেকে মূর্তি ও দানবক্স চুরি
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:৫৩,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের নয়াগ্রাম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর (আলাইর) আখড়া থেকে দুটি মূর্তি, একটি দানবাক্স ও পূজায় ব্যবহৃত কিছু জিনিসপত্র চুরি হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় আখড়ার সেবায়েত নন্দন চক্রবর্তী পূজার কাজ শেষে বাড়ি চলে যান। এর পর রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। চোর কলাপসিবল গেটের কড়া ভেঙ্গে ভেতরে থাকা পিতলের তৈরি একটি গোপাল ও একটি রাধাকৃষ্ণের মূর্তি, কাঠের দানবাক্স এবং পূজায় ব্যবহৃত পিতল ও কাঁসার জিনিসপত্র নিয়ে যায়।
খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।
এদিকে চুরির খবর পেয়ে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিবেকানন্দ দাস নান্টু, সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, রঞ্জিত পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।