মৌলভীবাজারের এডিসি হিসেবে যোগ দিলেন তানিয়া সুলতানা
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:৫৩,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারে যোগদান করছেন অতিরিক্ত জেলা প্রশাসক বেগম তানিয়া সুলতানা ।
যোগদান উপলক্ষে ফুলে দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব),মোহাম্মদ রোকন উদ্দিন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুনুর রশিদ,জেলা পুলিশ সুপার ফারুক আহমদসহ অন্যান কর্মকর্তারা।
২৮তম বিসিএস থেকে আসা তানিয়া সুলতানার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মোঃ মাহবুবুল আলম এডিশনাল পদ মর্যাদার একজন পুলিশ অফিসার।
২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে নির্বাহী কর্মকর্তা থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।