বড়লেখায় গুড়িয়ে দেওয়া হল জুয়াড়িদের আস্তানা
প্রকাশিত হয়েছে : ৩:১৩:০৯,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী এলাকায় একটি জুয়া খেলার আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের উদ্যোগে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। এসময় জুয়ার আসর বসানোর অভিযোগে বাজারের একটি রেস্টুরেন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ জুয়ার আসর উচ্ছেদ হওয়াতে জনমনে স্বস্তি ফিরেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাউরি এলাকায় হাইস্কুল সংলগ্ন টিলার উপর একটি ঘর তৈরি করে সেখানে চলত মদ ও জুয়ার আসর । এছাড়াও বাজারের একটি রেস্টুরেন্টে প্রকাশ্যে বসত জুয়ার আসর। এতে বড়লেখা ও পার্শ্ববর্তী উপজেলার জুয়াড়িরা এসে জুয়া খেলায় অংশ নিত। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য নির্মিত সেই ঘরটি ভেঙ্গে ফেলে। এছাড়াও জুয়ার আসর বসানোর অভিযোগে বাজারের একটি রেস্টুরেন্টও বন্ধ করে দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়াব আহমদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ. ইয়াছিনুল হক, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।