বড়লেখায় সেচ্ছাসেবক দল নেতা জাহিদ উদ্দীনের প্রবাস গমন উপলক্ষে সংর্বধনা
প্রকাশিত হয়েছে : ১২:২০:৩৩,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি ::
মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির অঙ্গসহযোগী সংগঠন সেচ্ছাসেবক দলের নেতা জাহিদ উদ্দীনের প্রবাস গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বড়লেখা পৌরশহরের মোসাহিদ মার্কেটে উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সেচ্ছাসেবক দল বড়লেখা উপজেলা শাখার সিনিয়র নেতা রায়হান মুজিবের সভাপতিত্বে এবং আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর শহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল হালিম মেম্বার, সেচ্ছাসেবক দলের উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি মোস্তাক তাপাদার কানন, পৌর ছাত্রদল নেতা সিপার আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের নেতা শরিফ উদ্দীন উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ প্রমুখ।
পরে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।