বড়লেখায় গাঁজাসহ ১ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৩১,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় গাঁজাসহ মারওয়ান আহমেদ (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রোববার ভোরে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের বাবুল আহমেদের ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার ভোররাতে উপজেলার শাহবাজপুর পশ্চিম বাজার এলাকা থেকে এসআই রতন কুমার হালদার সন্দেহজনক অবস্থায় মারওয়ান আহমদকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশী করে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন গাঁজাসহ যুবক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।