বড়লেখায় বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়কের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৩৪,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::বড়লেখা সীমান্ত এলাকার সুরক্ষা ও সবধরণের চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়জুর রহমান এসপিপি, পিএসসি। তিনি রোববার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, সীমান্তে মাদক, গবাদি পশুসহ সবধরণের চোরাচালান প্রতিরোধে গণসচেনতা বৃদ্ধির কার্যক্রমের সাথে বিজিবি সদস্যদের আরো তৎপর ও কঠোর হতে হবে। অপরাধ দমনে বিজিবিসহ সরকারের আইন প্রয়োগকারী সংস্থ্যাকে এগিয়ে আসেত হবে। জনপ্রতিনিধিরা এক্ষেত্রে সবধরণের সহযোগিতার দিয়ে যাবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগান্তর ও জালালাবাদ পত্রিকার সাংবাদিক আব্দুর রব, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিজিবি লাতু কোম্পানী কমান্ডার সুবেদার ইমাম হোসেন প্রমূখ। #