সংক্ষিপ্ত সফরে আজ বড়লেখায় আসছেন পরিবেশ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:২৫:৫৪,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯
নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আসছেন। তিনি ঢাকা থেকে সড়ক পথে মঙ্গলবার রাতে বড়লেখা এসে পৌঁছাবেন।
পরদিন ৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিন সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউট উপজেলা কর্তৃক আয়োজিত সমাজ উন্নয়ন ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি এ স্কাউটদের মধ্যে ড্রামসেট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরে বিকেল ৪টায় জুড়ী নজরুল কমিউনিটি সেন্টারে জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।
পরদিন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বড়লেখা উপজেলা বৃক্ষমেলা ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিন বিকেল ৩টায় মৌলভীবাজার থেকে সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
সৌজন্যে : সিলেট ভিউ