বড়লেখায় ২৫পিস ইয়াবাসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ২:১৮:১৯,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ২৫পিস ইয়াবাসহ সেলিম আহমদ মাসুম (৩৫) ও সাজু আহমদ (২০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির হাতলিঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। এসময় স্থানীয় জনতা তাদের গণপিটুনির দেয়।
আটক সেলিম আহমদ মাসুম উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির টাকি গ্রামের নেওয়ার আলীর ছেলে এবং সাজু আহমদ উত্তরভাগ গ্রামের ফজলু মিয়ার ছেলে।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী ইয়াবাসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ দুজনকে আটক করা গেলেও একজন পালিয়ে গেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।