জুড়ীতে নিখোঁজের ১৯ ঘন্টা পর বড়লেখা থেকে যুবক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:০৬,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে শুক্রবার রাতে নিখোঁজ হওয়া আব্দুল কাদির শুকুর (২৭) নামের এক যুবককে হাত-পা বাধা অবস্থায় শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার আতলীঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আব্দুল কাদির শুকুর পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার ছেলে। শুক্রবার রাতে তিনি বিয়ে করে বাড়ীতে বউ আনেন। রাত ১২টার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে শুকুর ঘর থেকে বের হয়ে গিয়ে ফিরে আসেনি।
শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের আতলীঘাট গ্রামের এক ইটসলিং রাস্তায় তাকে হাত-পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ীতে ফোন করে জানান স্থানীয় মসজিদের ইমাম। খবর পেয়ে শুকুরের স্বজনরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এনে চিকিৎসার জন্য জুড়ী আধুনিক (প্রাঃ) হাসপাতালে ভর্তি করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, চিকিৎসক জানিয়েছেন শুকুর সুস্থ রয়েছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। সে পুরোপুরি সুস্থ হলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
সূত্র সিলেটভিউ