বড়লেখায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৩১,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মঙ্গলবার মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান, ইভটিজিং, বিদ্যুৎ বিভ্রাট, পৌর বর্জ্যে নাগরিকের ভোগান্তি, চা বাগান ও বোবারতলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙন রোধ, হাকালুকি হাওরের পর্যটন শিল্প বিকাশের লক্ষে রাস্তা প্রশস্ত করন ইত্যাদি। জেলা প্রশাসক এসব দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ‘যুবসমাজ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধে জড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে তারা অপরাধ করছে। এছাড়া তিনি ইভটিজিং, লোডশেডিং, সীমান্ত দিয়ে অবাদে মহিষ ঢোকার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের কথা বলেন।