বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ফেরৎ দিল ভারতীয় পুলিশ: এলাকায় শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ১০:২৩:২১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯
আব্দুর রব।।
বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক আব্দুর রূপের লাশ ফেরৎ দিয়েছে ভারতের আসাম পুলিশ। রোববার বিকেল পাঁচটায় বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল এলাকার সীমান্ত পিলার নং ১৩৮০(৪এস) সংলগ্ন স্থানে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানা পুলিশ ও বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশ। এসময় বিজিবি ও বিএসএফের উর্ধতন কর্মকর্তারা এবং উভয় দেশের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টায় বড়লেখা পুলিশ স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করেছে।
জানা গেছে, বড়লেখা উপজেলার সদর ইউপির বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ৩ সন্তানের জনক আব্দুর রূপ শুক্রবার রাতে অবৈধ অনুপ্রবেশকালে ভারতের ফুলকান্দি ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে নির্মমভাবে নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের আসাম রাজ্যের পাথারকান্দি থানায় সোপর্দ করে। বিজিবির ৫২ ব্যাটালিয়নের তৎপরতায় বিএসএফ বাংলাদেশী যুবকের লাশ ফেরৎ দিতে সম্মত হয়।
শনিবার পাথারকান্দি পুলিশ নিহত আব্দুর রূপের লাশের ময়না তদন্ত শেষে দেশে ফেরৎ পাঠানোর প্রক্রিয়া শুরু করে। রোববার বিকেলে সীমান্ত পিলার নং ১৩৮০(৪এস) সংলগ্ন স্থানে আসামের পাথারকান্দি থানার ওসি সীমান্ত বড়–য়া, বড়লেখার থানার ওসি (তদন্ত) মো. জসিম, করিমগঞ্জ জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখর ও বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে’র নেতৃত্বে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বিকেল পাঁচটায় নিহত আব্দুর রূপের লাশ হস্তান্তর করলে তার বড়ভাই গনি মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনসহ স্বজনরা তার লাশ সনাক্ত করেন। এসময় বিজিবি ৫২ ব্যাটালিয়নের এডি মো. মমিনুল ইসলাম, বিএসএফের ১৩৪ ব্যাটালিয়নের এসি সন্তোষ কুমার, আসাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবজীত, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ লুৎফুর রহমান, ইউপি মেম্বার ইসলাম উদ্দিন, তাজউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসিম জানান, ময়না তদন্ত করেই ভারতীয় পুলিশ বিএসএফের গুলিতে নিহত আব্দুর রূপের লাশ হস্তান্তর করেছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা ৭ টায় নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।