বড়লেখায় প্রসূতি নারীর জীবন বাঁচাতে রক্তদান করলেন ওসি
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৩৩,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: প্রসূতি নারীর জীবন বাঁচাতে নিজের শরীর থেকে রক্ত দিয়ে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ কথাটি আরও একবার প্রমাণ করলেন মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মোঃ ইয়াছিনুল হক। এর আগেও তিনি অগ্নিদগ্ধ এক নারীর চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, মানবিক কর্তব্যবোধ থেকে তিনি ওই নারীকে রক্ত দিয়েছেন। এ পর্যন্ত তিনি সাতজনকে রক্ত দিয়েছেন।