বড়লেখায় দুজন ডেঙ্গু রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:১২,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা হাসপাতালে এই প্রথমবারের মতো দুজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের ব্যবস্থাপনায় চিকিৎসাধীন রয়েছেন। এদের একজন ঢাকা ফেরত ও অপরজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা ফেরত আক্রান্ত রোগীর নাম আবু জাহের (৩৮) ও স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর নাম শাহিন আহমদ (১৭)।
বড়লেখা হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৮ আগস্ট) রাতে হাসপাতালে ভর্তি হন ঢাকা ফেরত বড়লেখা সদর ইউপির মহদিকোনো এলাকার আবু জাহের। তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।
অপর রোগী তালিমপুর ইউপির কাঞ্চনপুর এলাকার শিক্ষার্থী শাহিন আহমদ সোমবার (১৯ আগস্ট) সকালে ভর্তি হয়েছেন। শাহিন আহমদ স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বড়লেখার বাইরে কোথাও তিনি ভ্রমণ করেননি। তার আশপাশের বাড়িতেও কোনো ডেঙ্গু রোগী নেই।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমীন আক্তার একজন ঢাকা ফেরত ও একজন স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে আমাদের হাসপাতালের প্রস্তুতি আছে শতভাগ। মশারি, স্যালাইন, ওষুধও আছে। স্টাফরা সব অ্যালার্ট রয়েছে। সিরিয়াস রোগীকেও রাখারমত প্রস্তুতি রয়েছে। সিরিয়াস হলে প্রথমে আমরা ম্যানেজমেন্টকে জানাই। সিভিল সার্জন স্যারকে জানাই। স্যারের পরামর্শে আমরা ভর্তি রাখছি।’