বড়লেখায় ৫৪ বোতল ভারতীয় অবৈধ মদসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:০০:৫২,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিনিধি :: বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে ৫৪ বোতল ভারতীয় অবৈধ মদসহ আলাউদ্দিন আলাই (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে। বিকেলে গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলাই মাদকের একটি চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় শাহবাজপুর-জলঢুপ সড়কের কবিরা গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা দুইটি কার্টুন তল্লাশি করে ৫৪ বোতল ভারতীয় অবৈধ মদ (অফিসার চয়েজ) উদ্ধার করা হয়।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকেলে গ্রেফতার মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।