বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৭:০৪:৪৫,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসন সকালে র্যালী বের করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী তাঁর বক্তব্যে জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহবান জানান।
শোক দিবসের আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৬ জন উদ্যোক্তাকে ২ লাখ ৩০ হাজার টাকা লোন সহায়তা প্রদান করা হয়।
আওয়মী লীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বড়লেখা উপজেলা আ’লীগের সভাপতি শাহাব উদ্দিন এমপির সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজ উদ্দিন, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, আব্দুল মালিক ঝুনু, রেহান পারভেজ রিপন, যুবলীগ নেতা সালেহ আহমদ জুয়েল, জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ তানিম প্রমুখ।