বড়লেখায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৫৮,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিনিধি :: বড়লেখায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বড়লেখা উপজেলা আ’লীগের সভাপতি শাহাব উদ্দিন এমপির সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজ উদ্দিন, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, আব্দুল মালিক ঝুনু, রেহান পারভেজ রিপন, যুবলীগ নেতা সালেহ আহমদ জুয়েল, জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ তানিম প্রমুখ।