বড়লেখায় স্কুলছাত্রী ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:২৮:১৮,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহির আহমদ (২২) নামে এক প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মাহির উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ৪ আগষ্ট স্কুল থেকে ফেরার পথে অষ্টম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে জোরপুর্বক প্রাইভেট কার চালক মাহির আহমদ রাস্তা থেকে তুলে নিয়ে যায়। নানা বাড়ির নির্জন স্থানে নিয়ে সে তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ০৬ আগষ্ট স্কুলছাত্রীর বাবা থানায় মাহির আহমদকে আসামী করে মামলা করেন। শুক্রবার সকালে প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) রতন কুমার হালদার শুক্রবার বিকেলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী পাইভেটকার চালক মাহির আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।