বড়লেখায় শিক্ষা সপ্তাহে শ্রেষ্টত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩:২৪:০৪,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষাসপ্তাহ—২০১৯ খ্রি: উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থী এবং শ্রেষ্টত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(০৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষার্থী ৩ জন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ৩ জন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ২ জন, ক্রীড়া বিষয়ক শিক্ষক ২ জন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান’র সভাপতিেত্ত্ব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অতিস রঞ্জন দাস, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহমদ খান প্রমুখ।