বড়লেখায় ইসলামী ব্যাংকের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৪৫,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯
বড়লেখা ডাক প্রতিনিধি :: বড়লেখায় ইসলামী ব্যাংক সিলেট যোনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৪ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বড়লেখা শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বড়লেখা শাখা প্রধান মো. বেলায়াত হোসেনের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পিসি হাইস্কুলের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, গিয়াস উদ্দিন, অরবিন্দ কুমার রায় পুরকায়স্থ রূপক, ব্যাংকের সেকেন্ড অফিসার মুন্সি আব্দুল কাদির প্রমূখ। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ সামাজিক কর্মকান্ডে ব্যাংকের সেবা কার্যক্রম উলেখ করার মত।
বন্যা দুর্গত পরিবার প্রতি চাল, ডাল, চিনি, তেলসহ ২০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।