ডেঙ্গু মোকাবেলায় বড়লেখা পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৫৫,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯
ডেঙ্গু মোকাবেলায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী ফগ মেশিন দিয়ে ওষুধ স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও রাহেনা বেগম হাসনা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক লিটন শরীফ, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ ।
পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী বলেন, মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমটি ধারাবাহিকভাবে পৌরসভার সব এলাকায় চালানো হবে। কোনোভাবেই ডেঙ্গু মশাসহ কোনো প্রকার মশার বংশ বৃদ্ধি করতে দেওয়া হবে না