বড়লেখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা অধ্যক্ষকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৩৯,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বড়লেখা উপজেলার ইটাউরি মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খানকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৭ আগস্ট) প্রতিষ্ঠানটির গভার্নিং বডির উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গভার্নিং বডির সভাপতি মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ইরশাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সংবর্ধিত অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ খান, নিজ বাহাদুরপুর ইউপি’র চেয়ারম্যান ময়নুল হক।
বক্তব্য রাখেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ও সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফয়জুল হক শিমুল, সাবেক ইউপি সদস্য মিছবাউল হক মিনু, সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা ছফর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি সদস্য সাজু আহমদ, পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসার গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, সৈয়দ আব্দুর রহীম উনু, পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসার আরবী প্রভাষক মিছবাহ উদ্দিন, আব্দুল কাদির, শিক্ষক ফয়জুল হক, আহমদ সিদ্দিক সাইরাস প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সম্বর্ধিত অধ্যক্ষ, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।