বড়লেখায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ৪ সন্তানের জননীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:১০,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার সকালে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । শরীফা বেগম(৪৫) নামের ওই নারী ৪ সন্তানের জননী। তিনি উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের উত্তর চান্দ্রগ্রামের রমিজ আলীর স্ত্রী। বিকেলে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জননী শরীফা বেগম প্রতিদিনের মতো সোমবার রাতে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শয়ন কক্ষের পাশের রান্না ঘরের তীরের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিকেলে ময়না তদন্ত ছাড়াই শরীফা বেগমের লাশ দাফন করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বড়লেখা থানার এসআই মিন্টু চৌধুরী জানান, নিহতের স্বামী ও সন্তানরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করেছেন।