বড়লেখায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:০২:১৭,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯
জানা গেছে, নিহত ইসলাম উদ্দিন উপজেলার উত্তর ডিমাই গ্রামের লাল মিয়ার ছেলে। দিন মজুর ইসলাম উদ্দিন শ্বশুড় বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার সকালে দা ও টিফিন নিয়ে পাহাড়ে কাজ করতে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার দুপুরে উত্তর ডিমাই এলাকায় মোলাটিলা নামক স্থানে একটি উচু আম গাছের ডালের সাথে উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এস.আই প্রভাকর রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।