বড়লেখায় ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্র ও বন্যাদুর্গতদের মাঝে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:২০,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় অতি দরিদ্র ও বন্যাদুর্গতদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ আগস্ট) উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন,উত্তর শাহবাজপুর ইউনিয়ন ও বড়লেখা সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরীফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ. ওবায়েদ উল্লাহ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা হা্ওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম খান, একাডেমিক সুপাভাইজার (মাধ্যমিক শিক্ষা) মোঃ সাখাওযাত হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ পর্যন্ত উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এগুলো হচ্ছে বর্ণি ইউনিয়ন পরিষদ, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, তালিমপুর ইউনিয়ন পরিষদ, সুজানগর ইউনিয়ন পরিষদ দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ. ওবায়েদ উল্লাহ খান সোমবার বিকেলে বলেন, বড়লেখার ১০টি ইউনিয়নে ১৫ কেজি করে ৮ হাজার ৩ শত ২৭টি কার্ডে মোট বরাদ্দ হয়েছে ১২৪.৯০৫ মে.টন চাল। ০৮টি ইউনিয়নে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়ছে। কালকের মধ্যেই বাকি দুই (বড়লেখা সদর ইউনিয়ন এবং দক্ষিণভাগ দক্ষিণ) ইউনিয়নে বিতরণ সমাপ্ত হব।
উল্লেখ্য রবিবার (০৪ আগস্ট) সকালে তালিমপুর ইউনিয়নে এ চাল বিতরণ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ. শামীম আল ইমরান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ. ওবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।