গুজব আতঙ্ক কাটাতে বড়লেখার শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রচারণা
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:৩৭,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছেলেধরা গুজব আতঙ্ক কাটাতে ও ডেঙ্গুজ্বর মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। সোমবার (০৫ আগস্ট) দুপুরে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ প্রচারণায় গুজবে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি ডেঙ্গুজ্বর , ইভ-টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক রফিক উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক কয়ছর আহমদ,শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিন উদ্দিন।
বক্তব্যে কাউকে সন্দেহ হলে নিজের হাতে আইন তুলে না নেওয়া বা গণপিটুনি না দিয়ে পুলিশকে খবর দেয়ার অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার আহ্বান করা হয়। এছাড়াও ডেঙ্গুজ্বর মোকাবেলায় নিজে সচেতন থাকা ও বাড়িঘরের পরিচ্ছন্নতা রাখা, ইভ-টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার জন্য বলা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন দাস,মাসুদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইমান উদ্দিন বলাই, শিক্ষক আব্দুর রব সোহেল,জাকির হোসেন,কামরুল ইসলামসহ শিক্ষিকাবৃন্দ।