বড়লেখা সদর ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনকে অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৪৬,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনকে উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সংগঠনের পৌরশহরস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা সিরাজ উদ্দিন, উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের অর্থ সম্পাদক ও সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সদস্য দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন।
বড়লেখা সদর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন সদর ইউনিয়নের ৪ বারের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আ’লীগের ১৭ বছরের সভাপতি। তিনি ২২ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) হিসেবে জনগণের সুখে-দুখে পাশে থেকেছেন।