বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ: আহত ১
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:০৮,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চেষ্টাকারীদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করেছে। এসময় আহত হয়েছেন আবদুস শুক্কুর (৫৫) নামে একজন। তাকে আটক করেছে বিজিবি।
শুক্রবার রাতে বিজিবির বোবারথল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ঘটনায় আটক আবদুস শুক্কুরকে প্রধান আসামি করে থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আবদুস শুক্কুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল মাঝগান্ধাই এলাকার রাকিব আলীর ছেলে।
এর আগে শুক্রবার বোবারথল সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও ২এস এলাকায় বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে। সেটি দেখে বিএসএফ তাদের ধাওয়া করে একপর্যায়ে শর্টগানের গুলিবর্ষণ করে।
এতে আবদুস শুক্কুর নামে একজন আহত হন। বিজিবি তাকে আটক করে হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা করায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আটক ব্যক্তিসহ ১১ জনের নাম উল্লেখ করে তারা এজাহার দিলে থানায় মামলা হয়।
এ ব্যাপারে বিজিবি বোবারথল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।