বড়লেখায় আসামীর নামের সাথে মিল থাকায় মুক্তিযোদ্ধা গ্রেফতার: জামিনে মুক্তিলাভ
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৩৯,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯
বিশেষ প্রতিবেদক :: বড়লেখায় আদালত হতে সদ্য জামিন নেয়া এক আসামীর নামের সাথে মিল থাকায় লিয়াকত আলী (৬৪) নামে এক মুক্তিযোদ্ধাকে সোমবার রাত দু’টায় পুলিশ গ্রেফতার করেছে।
তিনি বর্নি ইউনিয়ন আ’লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক। অবশেষে প্রায় ১০ ঘন্টা পুলিশ হেফাজতে থানার পর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ৪র্থ আদালতে আনোয়ার আলী নামে জুড়ী উপজেলার জনৈক ব্যক্তি বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে লিয়াকত আলীকে আসামী করে মামলা (মামলা নং-২৪৭/১৫) করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
পলাতক আসামী লিয়াকত আলী গত ৯ দিন আগে আদালন থেকে জামিন নিয়েছেন। অথচ গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত দু’টায় বড়লেখা থানার পুলিশ অফিসার এএসআই রাশেদুল পাকশাইল গ্রামের মৃত হাজী করামত আলীর ছেলে মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে গ্রেফতার করেন।
এসময় গ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিরা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সেই লিয়াকত আলী নয়, এবং মুল আসামী লিয়াকত আলী গত ২১ জুলাই সংশ্লিষ্ট আদালত হতে জামিন নিয়েছেন জানালেও তিনি ওই মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে জামিনে মুক্তি দিয়েছেন।
গ্রেফতারী পরোয়ানা তামিলকারী বড়লেখা থানার এএসআই রাশেদুল জানান, ওয়ারেন্টের গায়ে লেখা অনুযায়ী ব্যক্তিকে তিনি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। ভুল ব্যক্তিকে গ্রেফতার করলে আদালত তাকে গ্রহণ করতো না।