গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : বড়লেখায় ধানক্রয়ে অনিয়ম-দুর্নীতি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
প্রকাশিত হয়েছে : ৯:০০:০১,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা খাদ্যগুদামে সরকারীভাবে ধানক্রয়ে অনিয়ম-দুর্নীতি ও কৃষক হয়রানীর ব্যাপারে ৩ সদস্যের তদন্ত কমিটি সোমবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। গত ২৪ জুলাই বড়লেখার ডাক.কম-এর প্রচ্ছদ পাতায় ও দৈনিক জালালাবাদ এবং একটি জাতীয় দৈনিকে ‘বড়লেখায় সিন্ডিকেটের কবলে ধান ক্রয় কর্মসূচি’ শিরোনামে পৃথক পৃথক সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী ওই দিনই ঘটনা তদন্তে ৩ সদেস্যর কমিটি গঠন করেন।
এ তদন্ত কমিটির প্রধান হলেন-কুলউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুন নুর। দুই সদস্য হলেন-রাজনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দে ও শ্রীমঙ্গল খাদ্য পরিদর্শক সুবল চন্দ্র সিংহ।
তদন্ত কমিটির প্রধান ও কুলাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুন নুর জানান, সংবাদ প্রকাশের দিনই জেলা খাদ্য কর্মকর্তা তাৎক্ষণিক ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটি গত রোববার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।