বড়লেখার উত্তর শাহবাজপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেলো ১১৫ জন সুবিধাভোগী
প্রকাশিত হয়েছে : ৪:৫১:৪৫,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ১১৫ জন সুবিধাভোগীর মাঝে এ ভাতা কার্ড বিতরণ করা হয়। এতে রয়েছেন ৭৬ জন বয়স্ক, ৭জন বিধবা ও ২২ জন প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খানের সভাপতিত্বে ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন ২০১৮-২০১৯ অর্থবছরের বর্ধিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বড়লেখা উপজেলায় ১১ হাজারে অধিক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগী এ ভাতা পাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ ভাতার কার্ড আপনাদের হাতে তুলে দেওয়া হলো । সরকার এসব সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে কার্ডের মাধ্যমে ভাতার টাকা বিতরণ করছেন ৷ এসব ভাতার কার্ড করতে একটি টাকাও লাগেনা, তাই আপনারা কার্ড বাবদ কাউকে কোন টাকা দেবেন না ৷ ভাতার কার্ড করতে কেউ যদি কোন প্রকার উৎকোচ গ্রহণ করে আপনারা আমাকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
সভাপতির বক্তব্যে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ মো:শাহাব উদ্দিন এমপি মহোদয়’র স্বদিচ্ছায় আপনারা সবধরনের সুবিধা পাচ্ছেন আগামীতেও পাবেন।
এসময় ইউনিয়ন সমাজসেবা কর্মী সুমিতা রাণী, চেয়ারম্যান প্যানেলের সদস্য রফিক উদ্দিন,ইউপি সদস্য তমছির আলী তমন,ইউপি সদস্য মখলিছুর রহমা বটুল,ইউপি সদস্য আব্দল আলীম,ইউপি সদস্য কবির আহমদ,ইউপি সদস্য মাসুক উদ্দিন,ইউপি সদস্য বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।